সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় বাজেটে জনবান্ধব ও দরিদ্রবান্ধব বাজেট এবং ন্যায্য কর ব্যবস্থা বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়ন পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য, নারী ইউপি সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টশন কর্মশালায় তৃণমূল পর্যায়ে বাজেট ও কর বিষয়ক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
সুপ্র সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালাটি পরিচালনা করেন সুপ্র সাতক্ষীরা জেলা শাখার ফ্যাসিলিটেট ফারুক রহমান। বৈকারি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। প্রেস বিজ্ঞপ্তি