ডেস্ক রিপোর্ট: শহরের প্রাণকেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে পাক্ষিক সাহিত্য সভা কবি গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ। আরও আলোচনা করেন কবি মনিরুজ্জামান মুন্না, ইলোরা আরবী ও শরীফুল্লাহ কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আবু সালেক চাঁদ।
অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, কবি যতো সহজ, প্রাঞ্জল ও সাবলীল লিখবে তত পাঠক হৃদয় আকৃষ্ট করবে। সেই কবিতা পাঠকপ্রিয় হয় যে কবিতা মানুষ ধারণ করতে পারে। মানুষের চাহিদাকে বিবেচনা করতে হবে কবি লেখকদের। মানুষের আকাক্সক্ষার আলোকে লেখা নির্মাণ করাও একটি আদর্শ।