ডেস্ক রিপোর্ট: ভারতের বসিরহাটের খ্যাতনামা পীরে কামেল, হাদীসের হাফেজ, মুহাদ্দিস, মুফাচ্ছির, ফকিহ, শাহ্ সুফী হযরত মাওলানা আল্লামা মো. রুহুল আমিন (র.) এর মৃত্যুবার্ষিকী ও স্মৃতি উপলক্ষ্যে ৪২তম ঐতিহাসিক আমিনিয়া ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে থানাঘাটা আমিনিয়া যুব কমিটির আয়োজনে থানাঘাটা আমিনিয়া মাদ্রাসা ময়দানে মোরতব আলীর সভাপতিত্বে আমিনিয়া ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মো. নুর আলী মোড়ল প্রমুখ। প্রধান মেহমান হিসেবে আলোচনা ও আখেরী মোনাজাত পরিচালনা করেন বসিরহাট আল্লামা হুজুরের সুযোগ্য পৌত্র পীরে কামেল হযরত মাওলানা শরফুল আমিন সাহেব। ঐতিহাসিক আমিনিয়া ইছালে ছওয়াব মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদীস থেকে তাফসীর বয়ান করেন হযরত মাওলানা ড. সৈয়দ নজরুল ইসলাম, চ্যানেল বাংলাভিশন ও আর টিভি’র ইসলামী আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন ও মাওলানা ইছহাক আলী জিহাদী।