শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের শার্শায় মাদক চোরাচালানের বিরুদ্ধে গ্রামবাসীর সম্মিলিত অভিযানে ফেনসিডিল ফেলে পালালো মাদক ব্যবসায়ীরা। সীমান্তের শিকড়ি নামক স্থানে সাধারণ মানুষের ধাওয়ায় মাদক পাচারকারীরা ৪৪ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করতে পারেনি স্থানীয় জনতা।
এছাড়াও এলাকায় প্রতিদিন চলছে মাদকের বিরুদ্ধে মাইকিং, লিফলেট বিতরণ এবং সভা-সমাবেশ। এতে ব্যাপক সাড়া পড়ে গেছে পুরো এলাকায়।
শার্শা থানার ওসি হুমায়ুন কবির জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অব্যাহত কার্যক্রম চলমান রয়েছে। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষেকে সাথে নিয়ে আমরা মাদক নির্মূল করতে নেমেছি। সম্প্রতি আমাদের সচেতনতার কারণে এলাকার মানুষ নিজেরাই পাহার বসিয়েছে। সকলের সহযোগিতায় আমরা অচিরেই মাদক নির্মূল করে এই উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।