কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ছয়জন জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মৃত আমির আলীর ছেলে নিজাম উদ্দিন (৫২), মহেষকুড় গ্রামের মৃত জায়ের আলী শাহাজীর ছেলে আশরাফ হোসেন (৬০), ওই গ্রামের কাশেম আলীর মেয়ে ও জামায়াতের রোকন সদস্য মনজু আরা (৫৫), ভাড়াশিমলা ইউনিয়নের সুলতারপুর গ্রামের মৃত শাহাদৎ আলীর ছেলে কওছার আলী (৫৫), তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সেলিম আহমেদ (৩৮), পাইকাড়া গ্রামের রশিদ টাপালীর ছেলে রফিকুল ইসলাম (৫৪)। এছাড়া চুরির অভিযোগে আটক হয়েছে রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের আফসার আলী শাহাজীর ছেলে আয়ূব আলী (৪৮), নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের ছবেদ আলী পাড়ের ছেলে শওকাত পাড় (৬০)। অপরদিকে, অন্যান্য মামলায় মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের নজরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (২৮) ও বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের তদুর আলীর ছেলে জিয়াউর রহমানকে (৪৪) আটক করা হয়েছে। থানার সহকারি উপ-পরিদর্শক হাসান শাহারিয়ার জানান, শনিবার (২৭ অক্টোবর) রাতে কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
8,879,173 total views, 7,121 views today