অক্টোবর ২৭, ২০১৮
ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: বাগেরহাটের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেল বরিশাল
আবু রাইয়ান: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ এর ষষ্ঠ ম্যাচে বাগেরহাট জেলা দলের বিরুদ্ধে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে বরিশাল জেলা দল। সকালে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন বাগেরহাট দলের অধিনায়ক স্বাধীন শরীফ। শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার সাজ্জাদ জিয়া। এরপর ব্যক্তিগত ৪ রানে হোসেন শেখ ফিরলে চাপে পড়ে যায় দলটি। চাপ সামলে ক্রিজে থেকে রান তুলতে থাকে আরেক ওপেনার মাহমুদুল হাসান। তৃতীয় উইকেটে অধিনায়ক শরীফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান। তবে দলীয় ৭৬ রানে জহিরুলের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। এরপর উইকেটে নামেন উশান দাস। অন্য প্রান্তে থাকা শরীফের সাথে ভালোই সঙ্গ দেন তিনি। শেষ পর্যন্ত ৪৫ ওভার ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাগেরহাট জেলা দল। বাগেরহাটের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন স্বাধীন শরীফ। এছাড়া মাহমুদুল হাসান করেন ২৯ রান। বরিশালের পক্ষে ইমন হোসেন রাব্বি ৩টি, আমিরুল ও জহিরুল ২টি এবং তহিদুল ও রাইহান ১টি করে উইকেট শিকার করেন। 8,809,783 total views, 16,028 views today |
|
|
|