আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাফফারা তাসনীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, ওসি (তদন্ত) আজিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। সভায় মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় র্যালি, র্যালি শেষে মেলা উদ্বোধন ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
8,815,770 total views, 116 views today