দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আকিরুল ইসলাম (২৯) নামে এক কাচাঁমাল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আকিরুল একই গ্রামের আজিবর রহমানের ছেলে।
নিহতের ছোটভাই সজীব রাজু জানান, সকালে দোকানে যাওয়ার আগে ছাগলকে খাওয়ার জন্য বাড়ির পাশে মেহগনি গাছে উঠে লগি (বাশের সাথে বাধাঁ লোহার কাচি) দিয়ে পাতাসহ ছোট ডাল কাটার সময় অসাবধানতাবশত ডাল-পাতাসহ লগিটি গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের উপর পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকিরুল ছিটকে ঘরের চালের উপর পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খোরদো ক্যাম্প ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।