Site icon suprovatsatkhira.com

স্বেচ্ছাশ্রমে সাঁকো মেরামত করেছে ছাত্রলীগ

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বেনাপোলে স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি সাঁকো মেরামত করেছে ছাত্রলীগ কর্মীরা। এতে মানুষের দুর্ভোগ লাঘব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে বেনাপোল-বাহাদুরপুর সড়কের পাশে দুর্গাপুরে একটি খালের উপর এই সাঁকো মেরামতের কাজ হাতে নেয় তারা।
শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, এই বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন প্রায় সহস্রাধিক মানুষ যাতায়াত করে। এর মধ্যে অনেক ছাত্র-ছাত্রীও রয়েছে। তাদের এই দুর্ভোগ লাঘব করতে সাঁকোটি মেরামতের উদ্যোগ নেয় ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সদস্যরা সাঁকোটি মেরামতে স্বেচ্ছাশ্রম প্রদান করেছে।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত হলো শার্শা উপজেলা ছাত্রলীগ। সময়ের সঙ্গে সঠিক নির্দেশনার অভাবে দিন দিন সংগঠনটির ঐতিহ্য হারাতে বসেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৯তম ছাত্রলীগের সম্মেলনে সংগঠনটির সর্বোচ্চ দায়িত্ব তুলে দেন মেধাবী, পরিচ্ছন্ন ও পরিশ্রমী দুই কা-ারির হাতে। এরপর থেকেই আবার নতুন করে স্বপ্ন দেখতে বসেছে ছাত্রলীগ। তিনি মানবিক কাজে ছাত্রলীগকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version