Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল: জুয়েল সভাপতি, আনারুল সম্পাদক

এস.এম নাহিদ হাসান: আগামী একাদশ সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করার অঙ্গিকারের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরা পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলন। সম্মেলনে সামছুজ্জামান জুয়েলকে সভাপতি ও শাহ মো. আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষ্যে শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পৌর কৃষকলীগের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। পৌর কৃষকলীগের আহবায়ক সামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার যতবার ক্ষমতায় এসেছে এ দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। কৃষকলীগ বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন ছিলো। গ্রামের কৃষকদের নিয়েই এ কৃষকলীগ। কৃষকলীগ ঐক্যবদ্ধ হলে সাতক্ষীরায় আবারো নৌকার গণজোয়ার ঘটবে। এবারের ব্যালট যুদ্ধে নৌকা প্রতীককে জয়ী করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জিপি জামিনী কান্ত সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নর নারায়ন ঘোষ, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক কাজী মারুফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কৃষকলীগের সদস্য সচিব শাহ্ মো. আনারুল ইসলাম। অনুষ্ঠান শেষে সামছুজ্জামান জুয়েলকে সভাপতি, শাহ মো. আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর কৃষকলীগের কমিটি গঠন করা হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষকলীগের সকলস্তরের নেতাকর্মী সম্মেলনে অংশ নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version