Site icon suprovatsatkhira.com

শ্রমিক ধর্মঘটে অচল ভোমরা বন্দর

আবিদ হোসেন, ভোমরা: সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের প্রথম দিনে অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। রোববার (২৮ অক্টোবর) থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে আমদানিকৃত পণ্যবাহী শত শত ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও ভোমরা স্থলবন্দর থেকে বাংলাদেশি কোন ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
সরেজমিনে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পার্কিং ইয়ার্ডসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই আমদানিকৃত পণ্যবাহী শত শত ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পার্কিং ইয়ার্ডে প্রবেশ করে। এসময় শ্রমিকদের বাধার মুখে কোন বাংলাদেশি ট্রাক লোড না হওয়ায় ভোমরা স্থলবন্দর থেকে পণ্যবাহী কোন ট্রাক গন্তব্যের ছেড়ে যেতে ব্যর্থ হয়েছে। এতে হাজার হাজার শ্রমিক সারাদিন অলস সময় কাটিয়ে সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে মেসার্স বিএস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আমদানিকারক আবুল হোসেন জানান, আমদানিকৃত পাথর বোঝাই ট্রাকগুলো আমরা নিজেদের ব্যক্তিগত ইয়ার্ডে আনলোড করে নিলেও বিপাকে পড়েছেন ফল পান মাছ টমেটো প্রভৃতি অতিপচনশীল পণ্যের আমদানিকারকরা। এছাড়া শতাধিক পেঁয়াজের ট্রাকতো আছেই।
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি ৮৬ এর অর্থ সম্পাদক নিজামউদ্দীন জানান, অতি পচনশীল পণ্যগুলো তাদের গন্তব্যে পাঠানোর জন্য বিভিন্ন মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ব্যর্থতায় রাতে বিভিন্ন ব্যক্তিগত গোডাউনে সেগুলো আনলোড করে নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version