Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে নদীর চর দখল করে অবৈধ স’মিল স্থাপন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের কোলঘেষে খোলপেটুয়া নদীর বহমান স্রোতের পশ্চিম কিনারায় অবস্থিত নওয়াবেঁকী বাজার। নদীর পাড়ে দিনের পর দিন চরের জায়গা দখল করে ব্যাঙের ছাতার মতন গড়ে উঠছে অবৈধ স’মিলসহ ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে ভাঙ্গন কবলিত বাজারের এই খোলপেটুয়া নদীর চর থেকে মাটি কেটে ব্যক্তিগত স্বার্থে স’মিল করার জন্য কারও তোয়াক্কা না করে দিদারচ্ছে চালিয়ে যাচ্ছে এই অবৈধ কার্যক্রম। গেলো দুই সপ্তাহ আগে নদীর চরে স’মিল করার উদ্দেশ্যে নদীর কিনারা থেকে বিশাল জায়গা জুড়ে মাটি কেটে বাশের চটা বেড়া দিয়ে মাটি ফেলে স’মিল বসাচ্ছে মৎস্য ব্যবসায়ী হাকিম। ইতিমধ্যে এর ৮০ ভাগ কাজও সম্পন্ন হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের এর ভিতর কোনো প্রকার মিল-কল কারখানা করা একবারেই নিষেধ। কিন্তু এই নিষেধাজ্ঞা না মেনে চলছে এই অবৈধ কার্যক্রম।
সুন্দরবন ঘেষা এলাকায় আর যাতে নতুন করে ব্যাঙের ছাতার মত স’মিল না করা হয়, সে বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version