Site icon suprovatsatkhira.com

শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করলেন নবাগত জেলা প্রশাসক মোস্তফা কামাল

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের বাংলোতে তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, সহকারি কমিশনার দেওয়ান আকরামুল হক, সহকারি কমিশনার আরিফ আদনান, আমিনুল ইসলাম, শাম্মী আক্তার, নাজমুন নাহার, ইন্দ্রজীত সাহা, লিখন বনিক প্রমুখ।
এর পরপরই তিনি মুক্তিযুদ্ধে সাতক্ষীরার প্রথম শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে জেলা প্রশাসক হিসেবে কার্য শুরু করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাতক্ষীরার ২০তম জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন।
২১তম বিসিএস এর এই কর্মকর্তা ২০০৮ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। পরে তিনি সাতক্ষীরায় স্বল্প সময়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটেরও দায়িত্ব পালন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version