জিএম মোস্তাক আহমেদ, কপিলমুনি: কপিলমুনির ক্রাইমজোন খ্যাত কাশিমনগর-তালা সীমান্তবর্তী এলাকা রাতে অরক্ষিত থাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকা- ঘটছে অহরহ। এলাকাবাসী, জরুরী ভিত্তিতে পাইকগাছা-তালা উপজেলা প্রশাসনকে সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি উভয় সীমান্তে পুলিশ বক্স বসিয়ে সার্বক্ষণিক পুলিশি পাহারা প্রদানের জন্য খুলনা ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছেন।
সূত্র মতে, খুলনা ও সাতক্ষীরা জেলার পাইকগাছা-তালা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৯০ দশকের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আর সেখান থেকে প্রতিনিয়ত ছোট-খাটো বিভিন্ন অপরাধমূলক কর্মকা- ঘটে চলেছে। কপিলমুনি বাজারে আসা ব্যবসায়ী ও যানবাহন চালকদের মধ্যে অনেকে বলেন, সন্ধ্যার পর কাশিমনগর বাজার পার হলে পথচারী, বাইসাইকের ও মটর সাইকেল আরোহীরাসহ ইজিবাইক চালকরা অজানা আতংকে ভুগতে থাকেন। আবার মধ্য রাতে বাইরে থেকে কপিলমুনি বাজারে আসা পান ব্যবসায়ীরা ওৎ পেতে থাকা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অহরহ এমন ঘটনা ঘটে চললেও প্রশাসনের পক্ষ থেকে আজ অবধি কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার কারণে অত্র এলাকায় কথিত সন্ত্রাসীদের অভায়রণ্যে গড়ে উঠেছে।
নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বলেন, দক্ষিণ অঞ্চলের ক্রাইমজোন নামে খ্যাত কাশিমনগর-তালা গংগারামপুর সীমান্তবর্তী এলাকায় রাতের আধারে এমন কোন অপরাধমূলক কর্মকা- নেই যে ঘটছে না। ডাকাতি ও ছিনতাই যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।
এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, পাইকগাছা-তালা সীমান্তবর্তী এলাকার কাশিমনগর শাপলা চত্বর নামক স্থানে একটি পুলিশ বক্স নির্মাণ করা জরুরী। বিষয়টি নিয়ে আমি ঊধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলাপ করবো। তবে থানা পুলিশের একটি বিশেষ টিম প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকাসহ সীমান্তবর্তী এলাকায় টহল দিয়ে থাকে। পাশাপাশি কপিলমুনি ফাঁড়ি পুলিশ একই স্থানে নাইটে ডিউটি করে থাকেন।
অপর সীমান্তবর্তী এলাকা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, তালা-পাইকগাছা সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরাতে সেখানে পুলিশি টহল জোরদার রয়েছে। এমনকি খলিলনগর ফাঁড়ি পুলিশও রাতে দু’উপজেলার সীমান্তে টহল দিয়ে থাকে।
রাতে অরক্ষিত কপিলমুনির কাশিমনগর-তালা এলাকা, পুলিশি টহল জোরদারের দাবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/