মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পুলিশের ভয়ে রক্ষা পেতে ইব্রাহিম খলিল নামের এক কৃষক দৌড় দিয়ে পালানোর সময় মৎস্য ঘেরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে আটকের জন্য ওই পুলিশ কর্মকর্তা ঘেরে ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরেন। এতে কৃষক খলিলের বাম হাত ভেঙে যায়। খোঁজ-খবর নিয়ে পুলিশ কর্মকর্তা জানতে পারেন, তিনি যে ইব্রাহিম খলিলকে আটক করতে এসেছেন আটক ব্যক্তি তিনি নন। ফলে তাকে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামে।
জানা যায়, নেহালপুর ফাঁড়ির সেকেন্ড অফিসার এএসআই হাসান নাশতকার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম খলিলকে আটক করতে মোটরসাইকেল যোগে শুক্রবার সকালে ফাঁড়ি থেকে বের হন। নেহালপুরের মোল্লাবাড়ি ঈদগাহের সামনে একটি চায়ের দোকানে গিয়ে ইব্রাহিম খলিলের কথা জিজ্ঞাসা করতেই সেখানে বসা ইব্রাহিম খলিল নামে এক কৃষক পালানোর উদ্দেশ্যে দৌড় দেন। এ সময় প্রকৃত আসামি সন্দেহে তার পিছু নেন ওই পুলিশ কর্মকর্তা। দৌড়ের একপর্যায় ইব্রাহিম পাশ্ববর্তী সোহরাবের মৎস্য ঘেরের পানিতে ঝাঁপ দেন। এ সময় তিনিও পানিতে ঝাঁপ দিয়ে তাকে আটক করেন।
মণিরামপুরে পুলিশের ভয়ে পালাতে যেয়ে কৃষক আহত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/