মণিরামপুর (যশোর) প্রতিনিধি: নিখোঁজের পাঁচ দিন পরও মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মেহেদি হাসানের (১৩) সন্ধান মেলেনি। স্বজনরা জানান, গত ৬ অক্টোবর সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় শিশু মেহেদি। কিন্তু স্কুল ছুঁটির পর সে আর বাড়িতে ফেরেনি। এর পর আত্মীয়-স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে রোববার (৭ অক্টোবর) মেহেদির মামা আসাদুজ্জামান মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ২৯২।
জানা যায়, মেহেরপুর জেলার অধীন বারাকপুর গ্রামের দৈয়ম আলীর ছেলে মেহেদী হাসান তার মামা মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে থেকে লেখা-পড়া করে আসছিলো। গত ৬ অক্টোবর প্রতিদিনের ন্যায় মামা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে সে আর ফেরেনি। তার মামা স্কুলসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করে কোন সন্ধান পায়নি বলে জানান। নিখোঁজ মেহেদির সন্ধান পেলে তার মামা আসাদুজ্জামানের (০১৯২৩৫৮১০৭১) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মণিরামপুর থানা পুলিশ নিখোঁজ মেহেদির সন্ধ্যানে তৎপর আছে বলে জানান থানার ওসি (তদন্ত) এনামুল হক।
মণিরামপুরে নিখোঁজ স্কুল ছাত্র মেহেদির সন্ধান মেলেনি ৫ দিনেও
https://www.facebook.com/dailysuprovatsatkhira/