Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে জেলা পরিষদের সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির লিটনকে সাময়িক বহিষ্কার ও কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মো. এস.এম ফারুক হুসাইনকে লাঞ্ছিত, গঠনতন্ত্র বহির্ভুত ও সংগঠন পরিপন্থী কাজ করার অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ।
জানা যায়, এস.এম ফারুক হুসাইন জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছাড়াও ওই ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তুচ্ছ ঘটনায় ৯ অক্টোবর তাকে লাঞ্ছিত করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির লিটন। লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফারুক হুসাইন উপজেলা ছাত্রলীগের আহবায়কের কাছে লিখিতভাবে অভিয়োগ করেন। এ প্রেক্ষিতে ওই দিনই তাকে কারণ দর্শানোর নোটিশসহ বিষয়টি তদন্তে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়। ওই কমিটিকে ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। তদন্তে সত্যতা মেলায় লিটনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version