মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকালে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল্লাহ শরিফী ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরশহরের গুরুত্বপূর্ণ বাজারের (মাছ, তরকারি, মাংস, মুদি বাজার) মূল রাস্তা দখলকারী অবৈধ দোকানীদের উচ্ছেদ করেন। একই সাথে এক বাস চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং এক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তা দখল করে পণ্য সামগ্রী রাখায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দীঘদিন ধরে পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে পৌরশহরের মধ্য দিয়ে যাওয়া যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশের রাস্তা ও বাজারের ফুটপথ দখল করে আসছিলেন অবৈধ দোকানীরা। অবৈধ দখলকারীদের উচ্ছেদে বহুবার উপজেলা আইন শৃংখরা সভায় সিদ্ধান্ত নেয়া হলেও তা কার্যকর হয়নি। এ নিয়ে পৌরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
মণিরামপুরে অবৈধ দোকান উচ্ছেদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/