Site icon suprovatsatkhira.com

মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউপি’র উপ-নির্বাচনে আ’লীগের মাজহারুল নির্বাচিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের উপ-নির্বাচনে আ’লীগের গাজী মাযহারুল আনোয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ১০ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলতাফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ১৮৯ ভোট। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আব্দুল ওহাব (আনারস) পেয়েছেন ৮৫৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমানের (লাঙ্গল) প্রাপ্ত ৭ ভোট পেয়েছেন।
আর সংবাদ সম্মেলন করে গত কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী আ’লীগ নেতা হাসান সরোয়ারের (মোটরসাইকেল) প্রাপ্ত ভোট সংখ্যা ১১। নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ইউনিয়নের অনেক ভোটার ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে না পেরে ফিরে এসেছেন বলে অভিযোগ উঠেছে। তাছাড়া আ’লীগ প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্র দখল ও বিএনপির কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করা হলেও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৭ জুন চেয়ারম্যান সরদার বাহাদুর আলীর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version