Site icon suprovatsatkhira.com

মণিরামপুরের ঝাঁপা বাওড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো অবৈধভাবে বালু উত্তোলন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মণিরামপুরের ঐতিহ্যবাহী ঝাঁপা বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে মণিরামপুরের ঝাঁপা বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নির্বাাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি আবু হেনা মোস্তফা কামাল জানান, ঝাঁপা বাওড়ের কোমলপুর গ্রাম সংলগ্ন জলাশয়ে ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টুর ভাই টুটুল দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে অবৈধভাবে রমরমা বালির ব্যবসা করে আসছিলো। বিষয়টি জানতে পেরে দুপুরে আকস্মিকভাবে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে অভিযান চালিয়ে বালি উত্তোলনের মেশিনটি জব্দ করে ঝাঁপা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বক্করের জিম্মায় রেখে আসেন। তিনি আরও জানান, বালি উত্তোলনের পাইপ লাইন ও মেশিনের গোটা সংযোগ বিনষ্ট করে দেওয়া হয় এবং মেশিনের তেল বালিতে ঢেলে দেওয়া হয়। এ সময় বালি পরিবহনের কাজে নিয়োজিত থাকায় তিন শ্রমিককে আটক করা হলেও তাদেরকে অবৈধ বালি ব্যবসায়ী টুটুলের সাথে সংশ্লিষ্টতা না থাকায় ভবিষ্যতে অবৈধ বালি বহন করবে না এ ধরণের অঙ্গিকারে ছেড়ে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version