Site icon suprovatsatkhira.com

ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সম্পাদক মাসুদ আটক

ভোমরা প্রতিনিধি: ভোমরা স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ অক্টোবর) বিকালে নিজস্ব কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং শ্রমিক আনারুল ইসলাম জানান, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একাধিক মাদক মামলার আসামি মাসুদ আলম কয়েকদিন যাবৎ ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধভাবে সদস্য রেজিস্ট্রার থেকে ২০ জন সদস্যের নাম মুছে দিয়ে নুতন ২০ জনের নাম অন্তর্ভুক্ত করেন। বিভিন্ন অজুহাতে শ্রমিকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করাসহ মাসিক চাঁদার টাকা নিয়েও রশিদে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। শ্রমিকদের এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে সংগঠনের সভাপতি আনারুল ইসলাম গাজী মাসুদ আলমকে ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক চলার নির্দেশনা দিতে গেলে মাসুদ আলম তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। সাথে সাথেই উত্তেজিত শ্রমিকরা ইউনিয়ন কার্যালয় ঘিরে ফেললে নামাজের ঘরের দরজা বন্ধ করে মাসুদ আলম নিজেকে রক্ষা করে। তখন উত্তেজিত শতশত শ্রমিক মাসুদ আলমের বহিষ্কার দাবিতে স্লোগান দেয়। পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাসে মাসুদ আলমকে আটক করে থানায় নিয়ে গেলে শ্রমিকদের উত্তেজনা প্রশমিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আনারুল ইসলাম গাজীর পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version