Site icon suprovatsatkhira.com

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২১

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালীতে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ভারত থেকে অবৈধ পথে অনুপ্রবেশের অভিযোগ ২১ নারী-পুরুষ-শিশু আটক হয়েছে। একই সাথে ৩২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অপরদিকে ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশকালে আলামিন নামে এক যুবককে ৩২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আলামিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা মোড়ের মাঠ থেকে ভারত থেকে অবৈধ পথে আসা ৮ জন পুরুষ ৮ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। অবৈধপথে দেশে অনুপ্রবেশকারীদের ও ফেনসিডিলসহ আটক যুবককে বেনাপোল থানায় পৃথক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এএসআই শাহিন ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিজিবির মাধ্যমে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version