Site icon suprovatsatkhira.com

বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তরুণরা: বেকার বসে না থেকে কৃষক হলে ক্ষতি কি?

ডেস্ক রিপোর্ট: ‘আমরা কৃষকদের যথাযথ সম্মান করি না। কিন্তু আমাদের উচিত খাদ্য উৎপাদনে যারা কাজ করছে, যারা কৃষক বা খাদ্যযোদ্ধা তাদের সম্মান করা। প্রকৃত সম্মানের পেশা হচ্ছে কৃষি। কিন্তু আমরা বর্তমান জেনারেশন সেটা ভুলে গেছি। কৃষি পেশাতে আগ্রহ হারাচ্ছি। কিন্তু তা করলে হবে না। আমাদের কৃষক হয়ে, কৃষিতে আবদান রাখতে হবে। বাপ-দাদাদের পেশাকে গ্রহণ করতে হবে। পড়ালেখা শিখে বেকার না বসে, চাকরির পেছনে না ছুটে কৃষক হলে ক্ষতি কি?’
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ‘কে হতে চাও কৃষক’ শীর্ষক আলোচনা সভায় তরুণ শিক্ষার্থীরা এভাবেই তাদের অভিব্যক্তি তুলে ধরেন।
বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ কৃষক ইমদাদুল হক, ফকির চাঁদ ঢালী, গোবিন্দ ঢালী, তরুণ কৃষক বিজয় ঢালী, কৃষাণী আশুরা বেগম, হাছিনা খাতুন, শিক্ষার্থী নাহিদ হাসান, আরিফুল ইসলাম, মফিজুল ইসামল, নূরুল হুদা, আসাউর রহমান, গাজী আসাদ, ফজলুল হক প্রমুখ।
এর আগে শিক্ষর্থীরা কৃষকদের সম্মান জানিয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version