Site icon suprovatsatkhira.com

বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে: নজরুল ইসলাম

বাঁশদহা প্রতিনিধি: “বাংলার মাটিতে পদ্মাসেতু এখন দৃশ্যমান। শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছিলেন দেশের অর্থায়নে পদ্মাসেতু হবে, সেই পদ্মা সেতুর কার্যক্রম এখন চলমান, দৃশ্যমান। একইভাবে বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। তিনি আরও বলেন, বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। কৃষক সারের জন্য এখন আর জমির পর্চা দেখানো লাগেনা, সার এখন কৃষকের দোর গড়ায়। কোনো শিশু যাতে শিক্ষা থেকে ঝরে পড়তে না পারে সে জন্য শেখ হাসিনা সরকার ১লা জানুয়ারীতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার জনগনের সরকার, উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।” বাঁশদহায় নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে একথা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় সদর উপজেলার বাঁশদহা রেউর বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আ’লীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুর ইসলাম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকা-ের লিফলেট বিতরণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version