গাজী আবদুল কুদ্দুস, চুকনগর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার যে স্বপ্ন দেখেছিলেন- তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। এবছর সারাদেশে পূজাম-পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর কারণ দেশে সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়নে এর আগে কোন সরকার সুনির্দিষ্ট কোন ফর্মুলা দিতে পারেনি। বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
বুধবার দুপুর ২টায় চুকনগর সর্ব্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্সে সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, সরদার আবু সালেহ, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার মুস্তাফিজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাড. প্রতাপ কুমার রায়, আশুতোষ নন্দী, নির্মল দেবনাথ, মোসলেম উদ্দিন মোড়ল, জহুরুল ইসলাম, শেখ আব্দুস সামাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মৃনাল কান্তি জোয়ার্দার, প্রভাষক জিএম ফারুক হোসেন, অরুণ কুমার নন্দী, সরদার শরিফুল ইসলাম, আবু দাউদ মোড়ল, ইকবাল হোসেন সালাম, কাজী মেহেদী হাসান রাজা, সরদার কবিরুল ইসলাম, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, শিলা রানী মন্ডল, মাকসুদা আক্তার রাখি, জয়দেব মন্ডল, মুকুন্দ অধিকারী, জয়দেব আঢ্য, ভানু মিত্র, মহিতোষ বিশ্বাস, বিধান তরফদার, ইব্রাহিম হোসেন, বিপ্লব ঘোষ প্রমুখ।
মন্ত্রী এরপর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: প্রাণিসম্পদ মন্ত্রী
https://www.facebook.com/dailysuprovatsatkhira/