অক্টোবর ১৭, ২০১৮
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: প্রাণিসম্পদ মন্ত্রী
গাজী আবদুল কুদ্দুস, চুকনগর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার যে স্বপ্ন দেখেছিলেন- তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। এবছর সারাদেশে পূজাম-পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর কারণ দেশে সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়নে এর আগে কোন সরকার সুনির্দিষ্ট কোন ফর্মুলা দিতে পারেনি। বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। 8,598,649 total views, 6,528 views today |
|
|
|