Site icon suprovatsatkhira.com

ফিংড়ীতে ৯টি ম-পে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

Exif_JPEG_420

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: ফিংড়ীতে নয়টি ম-পে শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। চলছে রং তুলির কাজ। ফুটিয়ে তোলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় আর নান্দনিক প্রতিমা।
শুক্রবার (৫ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের নয়টি দুর্গাপূজা ম-পে ডেকোরেশন, লাইটিং, প্যান্ডেল নিয়ে ব্যস্ত আয়োজক কমিটি। দুর্গপূজা আসন্ন তাই যেন দম ফেলার সময় নেই এক মুহূর্তও। ইউনিয়নের ফিংড়ী সর্বজনীন, দক্ষিণ ফিংড়ী সর্বজনীন, সুলতানপুর সর্বজনীন, ফয়জুল্লাহপুর সর্বজনীন, এল্লারচর সর্বজনীন, এল্লারচর ঠাকুরপাড়া সর্বজনীন, ব্যাংদহা সর্বজনীন, কুলতিয়া সর্বজনীন, গোবিন্দপুর সর্বজনীন দূর্গাপূজা ম-পে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ফিংড়ী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব কুমার ঘোষ জানান, প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবে। এছাড়া মন্দিরগুলোর সার্বিক তত্ত্বাবধান ও যোগাযোগ রাখতে প্রশাসনের পাশাপাশি ফিংড়ী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির একটি দল ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ করবেন। তবে সুষ্ঠু, সুন্দর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ করছে এলাকাবাসী।
প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর, রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপনী হবে দুর্গোৎসবের।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version