Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় উচ্চফলনশীল ধান উৎপাদন ও সংরক্ষণমূলক প্রশিক্ষণ

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় উচ্চফলনশীল ধান উৎপাদন ও সংরক্ষণের জন্য দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় পাটকেলঘাটায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ দেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ও বিনেরপোতা পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু। অনুষ্ঠান পরিচালনা করেন, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন।
এতে ২৫জন কৃষককে বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ধান হিসাবে ব্রি ধান ৫০, ৫৮, ৬৩ চাষাবাদ সম্পর্কে ধারণ প্রদান এবং নিজ গৃহে কিভাবে বীজ সংরক্ষণ করতে হয় তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version