Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় আগাম শীতকালীন টমেটা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

নজামুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় আগাম শীতকালীন টমেটো চাষ করে লাভবান হয়েছে অনেক চাষী। নগরঘাটা, সরুলিয়া, তৈলকুপী, ধানদিয়া, কুমিরা, ইসলামকাটি, মিঠাবাড়ি, কাপাসডাঙ্গা কাশিপুর, বড়বিলা, আলিপুরসহ আশেপাশের এলাকার চাষীরা স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় ঝুঁকছে টমেটো চাষে। আর এ কাজে তাদের তালা উপজেলার বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি বিভাগ সার্বক্ষণিক তদারকি ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
স্বল্প মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে আগাম টমেটো চাষে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন তেমনি দূর হচ্ছে বেকারত্ব।
শুধু টমেটো নয়, লাউ, কুমড়া, ঝিঙে, করলা, পেঁপেঁ, ফুলকপি, ওলকপি, ঢেড়স, বরবুটি, সিম, ইত্যাদি স্বল্প পরিসরে অল্প খরচে চাষ করে স্থানীয় বেকার যুবকরা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছেন।
এ ব্যাপারে কথা হয় নগরঘাটা গ্রামের স্নাতক ডিগ্রিধারী যুবক মাসুদ হোসাইন (৩৩) এর সাথে। লেখাপড়া করে চাকুরির পিছনে দীর্ঘদিন না ছুটে উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের কাছ থেকে প্রশিক্ষন গ্রহণ করে তাঁর পরামর্শে টমেটোসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠেন তিনি। ২০১৩ সাল থেকে টমেটা চাষ করে প্রতি বছর লক্ষাধিক টাকা আয় করেন। প্রথম বছর ১৬ কাটা জমি নিয়ে টমেটো চাষ শুরু করেন। পলিথিন, বাঁশ, দড়ি ও শ্রমিকদের মুজুরী দিয়ে তার খরচ হয় প্রায় একলক্ষ টাকা। সে বছর টমেটো বিক্রয় করে তিনি আয় করেন দুইলক্ষ টাকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ বছর মে জুন মাসে টমেটো চাষের জন্য ৫০ হাজার টাকা খরচ করে সেপ্টেম্বর মাসে ১ লক্ষ ১০ হাজার টাকা আয় করেন মাসুদ। ফলন ভালো হওয়ায় চলতি অক্টোবর মাসে আরও ৫০ থেকে ৬০ হাজার টাকার টমেটো বিক্রি হবে বলে আশা করছেন তিনি। তার ক্ষেতের প্রতিকেজি টমেটো পাইকারি দরে ৪৫-৫০ টাকা বিক্রি হচ্ছে।
পাইকারি ক্রেতারা মাঠ থেকে কিনে ঢাকা, খুলনা, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে এই আগাম উৎপাদিত টমেটো।
এদিকে, বাজারজাত প্রক্রিয়া সহজীকরণের জন্য ঢাকায় ঢাকা বক্স নামে মার্কেট লিংকেজ খুলেছে উন্নয়ন প্রচেষ্টা।
সংস্থার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন জানান, ২০১৩-১৪ অর্থ বছরে মাত্র তিন জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে শুরু করেছিলাম। বর্তমানে তৈলকূপী, আলীপুর ও সরুলিয়ায় ৫০ জন কৃষক প্রশিক্ষণ নিয়ে ৪২ বিঘা জমিতে আগাম টমেটো চাষ করছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version