পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ ভবনে নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ^াস, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, বাবুল আক্তার, আলাউদ্দীন রাজা, এন. ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক বুলি প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/