Site icon suprovatsatkhira.com

পাইকগাছার সোলাদানায় বিদ্যুতায়নের আওতায় এলো ২৫০ পরিবার

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউপি’র আমুরকাটা থেকে সোনাখালী পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় বিদ্যুতায়নের মাধ্যমে ২শ ৫০টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক সংশ্লিষ্টদের নিয়ে এই বিদ্যুৎ সংযোগ কর্মসূচি উদ্বোধন করেন।
পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ২০২১ সালের মধ্যে দেশের সকল গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার লক্ষ্যে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের চলমান কাজের অংশ হিসেবে সোনাখালীতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কাশেম, আবু সাঈদ, আব্দুস সবুর, নুরুল ইসলাম, সুশান্ত গাইন, বিধান মন্ডল, প্রতুল দত্ত ও স্বজল (এলএম-১) ইলেকট্রিশিয়ান সঞ্জয় দাশ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version