Site icon suprovatsatkhira.com

পাইকগাছার লক্ষ্মীখোলায় রাসেল স্মৃতি সংসদের ঘর দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় লক্ষ্মীখোলা বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদের জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা বাজারে ২০১০ সালে শেখ রাসেল স্মৃতি সংসদ প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে সেখানে সরকারি সম্পত্তির উপর ঘর নির্মাণ করে স্মৃতি সংসদ কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তুসুকৌশলে জনৈক ছাত্তার সরদার স্মৃতি সংসদের সাইনবোর্ড রাতের আঁধারে সরিয়ে রেখে শুক্রবার থেকে নতুন করে ঘরের নির্মাণ কাজ করছিল। এ নিয়ে এলাকায় আওয়ামী প্রেমীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। ঘটনা জানতে পেরে রোববার সকালে এএসআই মিজান খান ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘর নির্মাণকারী লক্ষ্মীখোলা গ্রামের মিনহাজ¦ সরদারের ছেলে ছাত্তার সরদার জানান, জায়গাটি আমি বন্দোবস্ত পেয়েছি। জনৈক আরশাদ সরদারের নেতৃত্বে একটি চক্র শেখ রাসেল স্মৃতি সংসদের নামে আমার এ জায়গাটি দখল করে। ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর গাজী ও যুবলীগের ইউনিয়ন সম্পাদক হাফিজুল ইসলাম জনি জানান, জায়গাটিতে ২০১০ সালে শেখ রাসেল স্মৃতি সংসদের অনুকূলে ঘর নির্মাণ করে কার্যক্রম চলে আসছে। কিন্তু ঘরের সামনে রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ডটি ছাত্তার সরিয়ে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করছিল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version