Site icon suprovatsatkhira.com

পাইকগাছার গদাইপুর ইউপি পরিদর্শন করলেন বরিশাল বিভাগের জনপ্রতিনিধিরা

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের পাঁচ উপজেলার নয় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে তারা গদাইপুর ইউপি পরিদর্শন করেন।
পারস্পারিক শিখন কর্মসূচির আওতায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ও রঙ্গশ্রী, মেহেদীগঞ্জ উপজেলার লতা ও শ্রীপুর, আগোলঝাড়া উপজেলার রাজিহার, গৌরনদীর উপজেলার মাহিলারা, মুলাদী, কাজিরচর উপজেলার নাজিরপুর ও কাজিরচর এবং উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যবৃন্দ গদাইপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শরীক প্রকল্পের প্রকল্প পরিচালক ডেভিড উইলিয়াম মোরলে, বরিশাল পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক জহুরুল হক মৃধা, শরীক প্রকল্পের এইচএলপি ব্যবস্থাপক বিলকিস বেগম, গদাইপুর ইউপির চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইউপি সচিব আব্বাস মোল্লা, প্রাক্তন প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, কল্লোল মল্লিক, নূর আলী মোড়ল, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, ইউপি সদস্য আবু হাসান গাজী, আজিজুর রহমান, মনিরা বেগম, গাজী এমএ সাত্তার, শহিদুল ইসলাম, জবেদ আলী গাজী, কাজী রবিউল ইসলাম, আব্দুল হাকিম গাজী, খন্দকার সুফিয়া বেগম, রোজিনা বেগম ও শিপক চন্দ্র দে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version