Site icon suprovatsatkhira.com

নির্বাচন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা রাজপথে থাকবে

তালা প্রতিনিধি: তালায় ২১ আগস্ট গ্রেনেড হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলা যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তুহিনুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা রাজপথে থাকবে। কোন প্রকার সহিংসতা করতে দেওয়া হবে না। আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত তাদের রেহাই নেই। তাদের বিচার হবে। তারা এ দেশের শত্রæ। সমাবেশে হামলার সাথে জড়িতদের দ্রæত ফাঁসির দাবি জানান তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version