Site icon suprovatsatkhira.com

নারী পাচার : আব্দুল্লাহ সিদ্দীক

চলছে এ ধরায় নারী পাচার,
নারীকে করে কতই না অনাচার!
যে নারী আমাদের কন্যা, মাতা,
সে নারী কেন পতিতালয়ের পতিতা।
দারিদ্র্যের কারণে হতাশ মনে,
সুযোগ খোঁজে যতো কুজনে।
সঙ্গী করে বিদেশ পানে,
মতলব কী তার কেবা জানে?
লালসার বশে ধনবান হতে
নারী চলে ভিন্ন পথে।
পাচারকারীর পাচার রথে,
অজানায় চলে নারী কুপথে।
নারী হলো আমাদের মা, বোন, দার,
করি সবে নারীকে যথা সমাদার।
না যেন করি তারে হেলা, অনাদর,
সবে মিলে রোধী ভবে যতো নারী পাচার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version