নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নলতা হাসপাতাল সংলগ্ন সরদার মার্কেটের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান মো. নজরুল ইসলাম ও খুলনার আঞ্চলিক প্রধান আব্দুর রশিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, শ্যামনগর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান গোলজার, কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক রাশিদুল ইসলাম, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক সাউদ রানা হাওলাদার, কপিলমুনি শাখার ব্যবস্থাপক জাফর ইকবল ও নলতা শাখার ব্যবস্থাপক জি.এম মাসুম, জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান সেলিম, প্রাক্তন চেয়ারম্যান আনছার আলী, সহকারি অধ্যাপক সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক সাঈদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ রংপুরী। প্রসঙ্গত, এই শাখা উদ্বোধনের মধ্যদিয়ে মোট ১৭২টি শাখা প্রতিষ্ঠিত হয়েছে।
নলতায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/