ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে (ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন) এই দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
ব্র্যাক এর তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।
ধলবাড়িয়া ইউনিয়ন ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওলিউল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন এআই টেকনিশিয়ান মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ক্ষুরারোগ বিশেষজ্ঞ কর্নক সরকার, ব্র্যাক এর প্রতিনিধি কার্তিক চন্দ্র ঘোষ, কামরুজ্জামান, আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এই কেন্দ্রে প্রতিদিন সকাল ও বিকালে দুধের গুণগত মান পরীক্ষা করে খামারীদের কাছ থেকে সর্বনি¤œ ৩৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে দুধ ক্রয় করা হবে।
ধলবাড়িয়ায় দুধ সংগ্রহ কেন্দ্র উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/