Site icon suprovatsatkhira.com

দেবহাটায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ আলেম ওলামাদের করণীয় বিষয়ক আলোচনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, ভিক্ষক মুক্তকরণ, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ রোধ এবং ইসলামের অপব্যাখা রোধে আলেম ওলামাদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা উন্নয়ন মেলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান¡ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিম উদ্দীন, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, প্রকৌশলী মমিনুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সখিপুর মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রভাষক রামপ্রসাদ ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version