Site icon suprovatsatkhira.com

দেবহাটায় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা: শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটায় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। এ সময় আরো উপস্থিত ছিলেন, পারুলিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনতাজ উদ্দীন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব ও ইউপি সদস্য আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম বাবু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাছুরা সাথী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল গাজী, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। স্বাধীন বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে জাতির পিতা পরিত্যক্ত মিল-কারখানা, ব্যাংক, বিমা জাতীয়করণ করে পুনরায় চালু করেছিলেন। শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। মজুরি কমিশন গঠন করেছিলেন। মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠানে শান্তি, উৎপাদন ও উন্নয়ন নিশ্চিত করেছে। উৎপাদন ও উন্নয়নে যারা প্রত্যক্ষভাবে অবদান রাখছেন, সেই শ্রমজীবি মানুষে অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তাই শ্রমজীবী মানুষের অধিকার ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে শ্রমজীবী মানুষের পাশে থাকতে সুযোগ দেওয়ার আহবান জানান তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version