Site icon suprovatsatkhira.com

দেবহাটায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময় : শারদীয় উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে

দেবহাটা (সদর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় দেবহাটা থানার হলরুমে উপজেলার ২১টি পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে তিনি এই মতবিনিময় করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন পরিদর্শক (তদন্ত) উজ্জল মৈত্র, দেবহাটা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল প্রমুখ।
এ সময় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে প্রতিটি ম-পে ব্যাপক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। তাছাড়া গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা টহলে থেকে কড়া নজর রাখবেন ম-প ও ম-পের আশেপাশের রাস্তায়, পূজার বাজারগুলোতে। কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে ব্যাপার পুলিশ কঠোর নিরাপত্তা দেবে।
এ সময় শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামানা করেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version