Site icon suprovatsatkhira.com

থাইল্যান্ড যাচ্ছেন তৈয়ব হাসান বাবু

ফিফা’র আয়োজনে ব্যাংককের চুনপুড়িতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রেফারি ইন্সট্রাক্টর সেমিনারে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু। ০৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সেমিনারে যোগ দিতে সোমবার ঢাকা ছাড়বেন তিনি। সফরকালে তিনি আন্তর্জাতিক রেফারি ইন্সট্রাক্টর সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসাবে বক্তব্য দেবেন। এছাড়াও তাঁর সাথে সেমিনারে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন রেফারি ইন্সট্রাক্টর আজাদ রহমান ও রেফারি ফিটনেস্ ইন্সট্রাক্টর সুজিত ব্যানার্জী।
উল্লেখ্য, কিংবদন্তী রেফারি তৈয়ব হাসান বাবু ১৯৭০ সালের ৯ জানুয়ারি সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফিফা রেফারিং হিসাবে প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছিলেন ১৯৯৯ সারে। এর কিছুদিন পরই ফিফার এলিট প্যানেলে যুক্ত হয়ে ফিফা আয়োজিত বিশ্বকাপ কোয়ালিফায়িং, অলিম্পিক কোয়ালিফায়িং, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ, বিভিন্ন রাউন্ড টুর্নামেন্টসহ শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় তিনি কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, হংকং, তাইয়ান, চীন, মঙ্গোলিয়া, ইরান, ইরাক, মালেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, জর্ডান, ওমান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজাকিস্থানসহ এশিয়ার প্রায় সব দেশে ফিফা, এএফসি এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসাবে প্রতিনিধিত্ব করেছিলেন।
রেফারিংয়ে বিশেষ কৃতিত্বের জন্য তিনিই একমাত্র বাংলাদেশি হিসাবে প্রথম এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সাতক্ষীরা জেলা জন সমিতি-ঢাকা, সোনালী অতীত ক্লাব-ঢাকা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান কর্তৃক সেরা রেফারিং এ সম্মাননা পেয়েছেন এবং এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি) এর তৎকালীন প্রেসিডেন্টও তাঁকে সম্মাননা প্রদান করেছিলেন। সফরকালে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version