Site icon suprovatsatkhira.com

তালায় প্রতিবন্ধী শিশু আব্দুর রহমানকে বাঁচাতে পিতার আকুতি

তালা প্রতিনিধি: তালার জেয়ালা নলতা গ্রামের মো. আব্দুর রহমান (২) নামে প্রতিবন্ধী এক শিশুকে বাঁচাতে তার হতভাগ্য পিতা ও মাতা সমাজের সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার মস্তিষ্কে পানি জমার পাশাপাশি শিরা ও পাজরের হাড়ে সমস্যা হওয়ায় সে এখন মৃত্যুপথ যাত্রী।
মো. আব্দুর রহমান উপজেলার জেয়ালা নলতা গ্রামের নওয়াবা আলী ফকিরের ছেলে।
নওয়াবা আলী ফকির জানান, তার সন্তান প্রতিবন্ধী। বর্তমানে সে মস্তিষ্কে পানি জমার পাশাপাশি শিরা ও পাজরের হাড়ে সমস্যায় ভুগছে। তার চিকিৎসার জন্য পরিবারের একমাত্র আয়ের উৎস ইঞ্জিনভ্যানটি বিক্রি করে এখন তিনি নিঃস্ব। এছাড়াও ছেলের চিকিৎসা করাতে যেয়ে তিনি অনেক ঋণী হয়ে গেছেন। ডাক্তারেরা বলেছেন, তার সন্তানের উন্নত চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। হতদরিদ্র পিতার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। এদিকে নিজের চোখের সামনে ছেলে মৃত্যুর দিকে ধাপিত হওয়ায় ছেলেকে বাঁচাতে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন।
তিনি ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। অসহায় প্রতিবন্ধী শিশু আব্দুর রহমানকে সাহায্য পাঠানোর ঠিকানা, ০১৭৬৭-৯০৫১৪৭ (বিকাশ নম্বর)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version