Site icon suprovatsatkhira.com

তালার তেতুলিয়ায় জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: তালার তেতুলিয়ায় জোর করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তালা উপজেলার দেওয়ানিপাড়ার ফজলুর রহমান মোড়ল তার জমি দখলের প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন তার ছেলে মোক্তার, সিদ্দিক ও ছেলের বউ আসমা খাতুন।
লিখিত বক্তব্যে ফজলুর রহমান বলেন, দেওয়ানিপাড়া গ্রামের দিদার আমার ৯৪ শতক জমিতে মাছের ঘের করার পরিকল্পনা করেন। প্রথমে তিনি রাজী না হলেও পরে চেয়ারম্যানের সহযোগিতায় ২৫ হাজার টাকা হারি চুক্তিতে এবং এক বছরে অগ্রিম টাকা দেওয়ার শর্তে তিনি লীজ গ্রহণ করেন। ফজলুর রহমান জানান, লীজ নেওয়ার পর দিদার শর্ত ভেঙ্গে তারসহ অন্যান্য মালিকদের টাকা দিতে বাহানা শুরু করে। এক পর্যায়ে ৫০ হাজার টাকার একটি চেক দিলেও তা ব্যাংকে ডিজঅনার হয়ে যায়। চতুর দিদার মামলার খাবার ভয়ে চেকটি কৌশলে ফেরত নিয়ে বলেন, নগদ টাকা দিয়ে দেবো। অথচ আজ অবধি সেই টাকা আর দেননি তিনি। এরপর থেকে দিদার তার লোকজন দিয়ে ফজলুর রহমানকে হুমকি ধামকি দিচ্ছে। তার পোষা কিছু গু-াপা-া লেলিয়ে দিয়েছেন।
এ বিষয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version