ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ডুমুরিয়ায় শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ডুমুরিয়ায় শাখার আহবায়ক গোপাল চন্দ্র দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। সম্মেলন উদ্বোধন করেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি বিমান বিহারী রায় অমিত। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল দাশ, ডুমুরিয়া নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. গৌরপদ বালা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরউদ্দীন আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন, হরি গুরুচাদ মাতুয়া মহাসংঘের উপজেলার সভাপতি মতুয়ারতœ হরিপদ ধর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কৃষ্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি বিশ্বাস, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের খুলনা জেলা সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি প্রভাষক গৌর চন্দ্র ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুব ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক রাজু মল্লিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব অনুদ্যুতি কুমার মন্ডল।
ডুমুরিয়ায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/