গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর: চুকনগরের চ্যাংমারী এলাকায় ঝড়ে কয়েকটি বাড়ি, মৎস্য ঘেরের বাসা, গাছ গাছালী উড়িয়ে নিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫মিনিটে স্বল্প সময় ধরে এ ঝড় প্রবাহিত হয়।
সরজমিনে গিয়ে এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ৫মিনিটে হঠাৎ প্রচ- বাতাস বইতে শুরু করে। সেই সাথে বৃষ্টি শুরু হয়। এ সময় রাতের আঁধারে মানুষ দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। ঝড়ে চ্যাংমারী অঞ্চলের মৃত ফুলচাদ মন্ডলের ছেলে হিমাংশু মন্ডলের ঘরের চালা, মৃত দুলাল মন্ডলের ছেলে বিনয় মন্ডলের গোয়াল ঘর, মাছের ব্যবসা করার ডিপু ঘর ও রান্না ঘর, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাটির তৈরি মূর্তিসহ চ্যাংমারী সার্বজনীন পূজা ম-পের চাল, ২০-২৫টি মৎস্য ঘেরের বাসা, কৃষ্ণ মন্ডলের ছেলে সুব্রত মন্ডলের পোল্টির খামার ঘর, বিনোদ মন্ডলের ছেলে প্রশান্ড মন্ডলের বসত ঘর উড়িয়ে নিয়ে যায়। এছাড়া এলাকার প্রায় শতাধিক গাছ ভেঙে নষ্ট হয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চুকনগরে ঝড়ে ক্ষয়ক্ষতি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/