Site icon suprovatsatkhira.com

চুকনগরে গাছ কেটে প্রাচীর নির্মাণ করায় ইউএনও অফিসে অভিযোগ

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে এক ব্যক্তির জমি থেকে বেআইনীভাবে বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ কেটে প্রাচীর নির্মাণ করায় ইউএনও অফিসসহ তিনটি অফিসে অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) ডুমুরিয়া উপজেলার এসএম এ রাজ্জাকের ছেলে এসএম রাইসুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার এবং বন ও পরিবেশ অফিসার বরাবর এই অভিযোগ দায়ের করেন।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মালতিয়া মৌজার ০.১৪ একর জমিতে সীমানা নিয়ে তার বাবা ও চাচার পাশ্ববর্তী জমির মালিক মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ অক্টোবর চুকনগর গ্রামের মতিয়ার রহমান ও তার ছেলে আব্দুল্লাহ আল মামুন ২০-২৫ জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাতে দা, কুড়াল, সাবল, করাতসহ তাদের ভোগ দখলকৃত সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে অনাধিকার প্রবেশ করে জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ গাছালী কেটে প্রাচীর নির্মাণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version