চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের আটলিয়া ইউনিয়নের ১নং রোস্তমপুর ওয়ার্ডে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজনে এবং ইউরোপিয়ান ও হেলভেটাস ইন্টারকো অপরেশন জার্মানির সহযোগিতায় কর নিরুপণ ও আদায় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় রোস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সুশীল সমাজের সভাপতি জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং রোস্তমপুর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জিল্লুর রহমান শেখ, রাশেদা বেগম, মোমেনা বেগম, স্বদেশ মজুমদার, আব্দুস সাত্তার, ওহিদুজ্জামান, মেহেদী হাসান প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন সিএনআরএস এর কর্মকর্তা নুরে আজম হায়দারী রাজা।
8,596,637 total views, 4,516 views today