গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর: চুকনগরে সোহেল রানা নামে মাদ্রাসায় পড়ুয়া ১৩বছরের এক ছাত্র দশ দিন ধরে নিখোঁজ রয়েছে। সন্তানের কোন সন্ধান না পেয়ে হতাশায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। নিখোঁজ সোহেল রানা (১৩) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের দক্ষিণ চাকুন্দিয়া গ্রামের আনিচুর রহমান গাজীর বড় ছেলে।
নিখোঁজ ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি কওমী মাদ্রাসা নামে একটি মাদ্রাসায় সোহেল রানাকে ভর্তি করা হয়। সেই থেকে সে মাদ্রাসার বডিংয়ে থেকে লেখা পড়া করতো। সে হেফজ খানা বিভাগে ৪ পারা কোরআন শরীফ খতম দিয়েছে বলে জানা যায়। গত ১৯ অক্টোবর শুক্রবার মাদ্রাসার অন্যান্য ছাত্র শিক্ষকদের সাথে সে জুম্মার নামাজ আদায় করে। এরপর যে যার মত খাওয়া দাওয়াসহ লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ে। মাগরিব বাদ ছাত্ররা একে একে পড়ার রুমে প্রবেশ করলেও রানা রুমে না আসায় ছাত্র শিক্ষক মিলে মাদ্রাসাসহ তার আশপাশে তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোন সন্ধান না পেয়ে তৎক্ষণাৎ মাদ্রাসার এক শিক্ষক তার পিতা মাতাকে মোবাইলে ফোন বিষয়টি অবহিত করেন। সংবাদ শুনে রানার পরিবার পরিজন ঐ রাতেই তাকে খুঁজতে বের হয়। দিনরাত ৪-৫টি জেলার অলি গলিতে তাকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে। কয়েকটি থানার গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে। কিন্তু গত ১০দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ছেলেটি দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা, হারিয়ে যাওয়ার সময় তার গায়ে পাজ্ঞাবি, পরনে পায়জামা ও মাথায় টুপি ছিল। বর্তমানে পুত্রধনকে না পেরে তার পিতা মাতা ভাইবোনসহ পুরো পরিবার অনাহারে অর্ধহারে চোখের পানিতে দিন অতিবাহিত করছে। তাই যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন সন্ধান পান তাহলে ০১৯২৫-৬৭৩৮৫২/০১৭৪৮-৪৬৩৯৪৩ ও ০১৭১২-৯৮৫৮৩৯ নম্বরে জানানোর অনুরোধ করেছে তার পরিবার।
চুকনগরের মাদ্রাসা ছাত্র সোহেল রানা ১০দিন ধরে নিখোঁজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/