Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে আশ্রয়ন প্রকল্পে গৃহ নির্মাণে অনিয়মের অভিযোগ

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থ বছরে ‘যার জমি আছে ঘর নেই’ শীর্ষক আশ্রয়ন-২ প্রকল্পে ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি এলাকাবাসী কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে এই অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চাম্পাফুল ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থবছরে আশ্রয় প্রকল্প-২ এর অধীনে ঘর বরাদ্দের ক্ষেত্রে যাদের মনোনীত করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই পাকা ঘর রয়েছে, রয়েছে ব্যবসা-বাণিজ্য, ঘের ও আর্থিক স্বচ্ছলতা।
অভিযোগপত্রে ইউনিয়নের কুমার খালী গ্রামের মৃত গোবিন্দ মন্ডলের মেয়ে বাসন্তি ও উজিরপুর গ্রামের মৃত হাজের গাজীর ছেলে মুজিবর গাজীর কথা উল্লেখ করা হয়েছে। যাদের মটর সাইকেল, পাকাঘর ও মাছের ঘের আছে।
একইভাবে উজিরপুর গ্রামের সিরাজ বিশ^াসের ছেলে জাহাঙ্গীর বিশ^াসের বাবার ১৭-১৮ বিঘা জমি ও পাকা ঘর এবং বাজারে দোকার ঘর আছে বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ঘর বরাদ্দ দেওয়ার জন্য জনপ্রতি সাত হাজার টাকা নেওয়া হয়েছে।
এমনই একজন উপকারভোগী সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, আমারা টাকা দিয়েছি উজিরপুর গ্রামের মৃত তকবর গাজীর ছেলে মামুনের কাছে।
অভিযোগপত্রে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version