Site icon suprovatsatkhira.com

খুব দ্রুত বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে: শেখ আফিল উদ্দিন এমপি

এম ওসমান, বেনাপোল: যশোর-১ আসনের (শার্শা) সাংসদ শেখ আফিল উদ্দিন বলেছেন, ‘একটি শিক্ষিত জাতি মানে একটি উন্নত রাষ্ট্র। কারণ শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের সকল কোমলমতি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন। একই সাথে শিক্ষা খাতকে উন্নত করতে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষাভবন নির্মাণসহ দেশকে এগিয়ে নিতে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলের যাত্রী হিসেবে পরিচিত লাভ করিয়েছেন।
রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় নাভারন বারিপোতা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নব-নির্মিত আইসিটি ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিদ মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাইলি বানুর সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে শেখ আফিল উদ্দিন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দূরদর্শী চিন্তার মাধ্যমে এই দেশ আরও এগিয়ে যাবে এবং দ্রুত বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, মনে রাখতে হবে, আমরা সবাই উন্নয়নের মহা সড়কে চলমান আছি। যার ধারাবাহিকতা ধরে রাখতে হলে অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন। তাই, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version